দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদে (Murshidabad) ফের শাসক দলের কর্মীর (TMC Worker) রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা। গুরুতর মারধরের পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ (Murshidabad Medical College) হাসপাতালে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী পতিত পালের। পরিবারের অভিযোগ, বিজেপি-ঘনিষ্ঠ (BJP) কয়েকজন দুষ্কৃতী পুরনো মামলা তুলে নিতে চাপ দিচ্ছিল। মামলা না তোলায় গত ২১ জুলাই তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়।