দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন আজ, ১১ অক্টোবর, তাঁর ৮৩তম জন্মদিন উদযাপন করছেন। তাঁর জন্মদিনকে আরও বিশেষ করে তুলতে, বর্তমানে তাঁর সঞ্চালনায় চলা জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৭' (KBC)-তে একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে। এই "এবি বার্থডে স্পেশাল" পর্বে সেলিব্রিটি প্রতিযোগী হিসেবে উপস্থিত থাকছেন বিখ্যাত লেখক-গীতিকার জাভেদ আখতার এবং তাঁর ছেলে অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার।