দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর ২০২৬ একেবারে দোরগোড়ায়। আর তার সঙ্গেই শুরু হচ্ছে জীবনের এক নতুন অধ্যায়। সংখ্যাতত্ত্ববিদদের মতে, ২০২৫ সালের আপনার ব্যক্তিগত বর্ষ সংখ্যা প্রকাশ করবে সেই রহস্য, যা আগামী এক বছরে আপনার জীবনে সাফল্য, পরিবর্তন এবং আত্ম-উন্নয়নের বার্তা বয়ে আনবে। কর্মক্ষেত্র, প্রেম, পরিবার কিংবা আর্থিক দিক—এই সংখ্যাই ইঙ্গিত দেবে আপনি কোন পথে এগোবেন। তাই এখন থেকেই অনেকেই আগ্রহী জেনে নিতে, তাঁদের জন্য কী ভবিষ্যদ্বাণী করে রাখছে এই নতুন বছর।