দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর ভাসান (Durga Puja Immersion) ঘিরে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার খড়দহ। অভিযোগ, ভাসান মিছিলে মদ্যপ যুবকদের দাপাদাপি থামাতে গিয়ে পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তি। এক পর্যায়ে পুলিশকর্মীদের গায়ে হাত ওঠে, চলে কিল-চড়-ঘুষি। শেষমেশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জে নামে পুলিশ। ঘটনায় গ্রেফতার তিন পুজো উদ্যোক্তা। এলাকায় চাঞ্চল্য।