দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার দিল্লিতে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা (Delhi BMW Crash) ঘটেছিল। তাতে মৃত্যু হয়েছে ৫২ বছর বয়সি নভজ্যোত সিংয়ের (Navjot Singh) যিনি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি ছিলেন। তাঁর সঙ্গেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন স্ত্রীও। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছিলেন এক ভ্যানচালক (Van Driver) যুবক। তিনিই এবার ফাঁপরে পড়েছেন।