দ্য ওয়াল ব্যুরো: বাড়ির সামনে খেলছিল চার বছরের শিশু। আচমকাই হাজির হয় চিতাবাঘ। সোজা মুখে করে টেনে নিয়ে যায় জঙ্গলের দিকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই নিয়ে যায় বলে পরিবারের কেউ টেরও পায়নি। বুধবার সন্ধ্যায় রোশনি নামের ওই শিশু নিখোঁজ হয়। হন্যে হয়ে খোঁজার পর শনিবার গভীর জঙ্গল থেকে তাঁর ছিন্নভিন্ন দেহাংশ উদ্ধার হয়। ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের।