দ্য ওয়াল ব্যুরো: কলকাতার উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই কমবেশি সমস্যার মধ্যে পড়েছেন শহরবাসী (Kolkata Rain)। বিভিন্ন গলিপথও জলমগ্ন হয়ে পড়েছে। রাত-ভোর টানা বৃষ্টিতে শহরে নৌকো ভাসছে না ঠিকই, তবুও মঙ্গলবারের সকালটা খানিকটা আদরের। মেঘের ওজন কমে কথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত।
নিম্নচাপের অবিরাম ধারাপাতে সকাল ৬টা পর্যন্ত দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে সবথেকে বেশি ১৩৩ মিলিমিটার বৃষ্টি (Rain) হয়েছে। গড়িয়ার কামডাহরিতে ৫৩ মিলিমিটার, মোমিনপুর ৩৮, বালিগঞ্জে ৩৫, ধাপায় ৩৪, ঠনঠনিয়া, মানিকতলা, তপসিয়ায় ৩১, কালীঘাটে ২৮, বেহালায় ২৭ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে।