দ্য ওয়াল ব্যুরো: আজ মহালয়া। সকাল থেকেই কোথাও কোথাও বৃষ্টি, আবার কোথাও রোদ। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ২২ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে পৌঁছানোর আশা করা হচ্ছে। এরপর ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।