দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha) ফের গ্রেফতার হয়েছেন। এবার তাঁকে গ্রেফতার করেছে ইডি (ED)। আর এই গ্রেফতারির পরই একাধিক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে। সূত্রের খবর, ইডি জানতে পেরেছে গত চার মাসে জীবনকৃষ্ণর স্ত্রীর অ্যাকাউন্টে প্রায় ২৬ লক্ষ টাকা ঢুকেছে! এই টাকার উৎস কী, জানতে চাওয়ায় উত্তরও দিয়েছেন বিধায়কের স্ত্রী (MLA Wife)। আর তাতেই বলা যায় আরও চাপ বেড়েছে জীবনের।