দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বালি পাচার কাণ্ডে (Sand Smuggling Case) রাজ্যে (West Bengal) প্রথমবার কোনও ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি (ED) গ্রেফতার করেছে জি ডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফকে। শুক্রবার তাঁকে বিচার ভবনে হাজির করানো হলে ইডি আদালতে জানায়, অরুণ বেআইনি ভাবে বালি খনন ও বিক্রির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
ইডির দাবি, তিনি নিজে কিছু না রেখে নির্দিষ্ট সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার বালি বিক্রি করতেন। চমকপ্রদ তথ্য হল - যেখানে বিক্রির পরিমাণ ১০৩ কোটি টাকা বলা হয়েছিল, সেখানে অরুণের অ্যাকাউন্টে জমা পড়েছে প্রায় ১৩০ কোটি টাকা।