দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন দলের বাইরে। ইংল্যান্ড সফরে পাঁচখানা টেস্টেই বসে থাকলেন। একবারও সু্যোগ জুটল না। বাবা ক্ষোভ উগরে দিলেন। প্রাক্তন কোচ তোপ দাগলেন। তবু তিনি স্পিকটি নট! মিডিয়ার সামনে কোনও অভিযোগ নেই, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে বিষোদ্গার নেই।
সুযোগ জুটল যখন, বাইশ গজে তুর্কিনাচন! সংযুক্ত আরবআমিরশাহি হতে পারে দুর্বল প্রতিপক্ষ। কিন্তু গতকাল দুবাইয়ের ময়দানে যে কায়দায় বিপক্ষের মেরুদণ্ড ভেঙে চার উইকেট তুলে নিলেন, তাতে যে কোনও কুলীন ব্যাটসম্যানের মনেও ভয় ধরতে বাধ্য!
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ইউএই-কে কার্যত গুঁড়িয়ে দিল ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সূর্যকুমার যাদবের দল। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দুরন্ত বোলিং করেন কুলদীপ যাদব এবং শিবম দুবে। মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় ইউএই।
কুলদীপ একাই তুলে নেন চারটি উইকেট, সঙ্গে তিনটি উইকেট নেন শিবম দুবে। তাঁদের ঝোড়ো স্পেলে কার্যত দাঁড়াতেই পারেননি ইউএই-র ব্যাটাররা।
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে বল হাতে ভয়ঙ্কর রূপ দেখাল ভারত (India vs UAE)। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ এ-র ম্যাচে ইউএই-কে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিল সূর্যকুমার যাদবের স্কোয়াড (Suryakumar Yadav)।
ভারত টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় (India bowling performance)। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দুর্দান্ত স্পেল করলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি একাই তুলে নেন ৪ উইকেট। তাঁকে কার্যকরী সঙ্গত দিলেন শিবম দুবে, যিনি ৩টি উইকেট নেন। বাকি বোলাররাও নিয়মিত চাপ তৈরি করতে থাকেন, যার ফলে ইউএই-র ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে মুহূর্তে।
দ্য ওয়াল ব্যুরো: সংখ্যাটা অবাক করার মতো। চলতি মরশুমের দলীপ ট্রফিতে নাম লিখিয়েছেন মোট ১৯ জন স্পিনার। তার মধ্যে ১১ জন বাঁ-হাতি! বাকি ছ’জন অফ-স্পিনার। আর ‘রিস্ট-স্পিন’ বিভাগে আছেন মাত্র দু’জন—তাঁদের মধ্যে পরিচিত মুখ কুলদীপ যাদব (Kuldeep Yadav) ফের একবার অগ্নিপরীক্ষায় নামছেন।
কাগজে-কলমে, খোলা চোখে ভারতীয় ক্রিকেটে বাঁ-হাতি স্পিনের রেনেসাঁ। কিন্তু আড়ালে চিন্তাও ঘুরপাক খাচ্ছে। এই ‘পরিমাণে’র ভিড়ে ‘গুণমান’ কতখানি? কতজন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের মঞ্চে নামতে প্রস্তুত?—সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।
দ্য ওয়াল ব্যুরো: জার্সির রং পালটে গেলে কি ভাগ্যের রেখাও বদলে যায়?
প্রশ্নটা এই মুহূর্তে দুজনের মাথায় আছড়ে পড়ার কথা। একজন শুভমান গিল (Shubhman Gill)। যিনি ইংল্যান্ডে লাল বলের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন। অধিনায়ক হিসেবে অভিষেক সফরে পিছিয়ে পড়েও ফিরিয়ে এনেছেন সমতা। অথচ মাস ফুরোতে না ফুরোতেই টি-২০ এশিয়া কাপে তাঁর জায়গা না পাওয়া সংক্রান্ত যুক্তি প্রবল হয়ে উঠেছে। হাওয়ার হালচাল দেখে মনে হচ্ছে, টিম ইন্ডিয়ার চূড়ান্ত দলের টিকিট তাঁর হাতে আসবে না।
দ্য ওয়াল ব্যুরো: মনে করা হচ্ছিল, জসপ্রীত বুমরাহ যখন অনিশ্চিত, তখন তাঁর যোগ্য বিকল্প হয়ে উঠতে পারেন অর্শদীপ সিং।
এটা সিরিজ শুরুর অনুমান। আজ, ওভালে সফরের পঞ্চম তথা অন্তিম টেস্ট শুরু হয়েছে। সেখানে ঠাঁই জোটেনি পাঞ্জাবি পেসারের। গত চারটি টেস্টেও একই গল্প। কখনও চোট-আঘাত, কখনও টিম কম্বিনেশন—অর্শদীপের বাদ পড়ার কারণ সময় সময় বদলে গিয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ টেস্টের শেষ দিন। ম্যাঞ্চেস্টারের মাঠে ভারত বিপর্যয়ের মুখে। খুব বড় অঘটন না ঘটলে পরাজয় নিশ্চিত। সেটা ইনিংসে হয় না ইংল্যান্ড ফের ব্যাট করতে নামে—নজর এখন সেদিকে।
গতকাল শূন্য রানে দু’উইকেট পড়ে গিয়েছিল। প্রথম ওভারেই। তখন অনেকে ভেবেছিলেন, সব শেষ। কিন্তু তারপরেও ম্যাচে ফেরার স্বপ্ন দেখান শুভমান। সঙ্গী কেএল রাহুল। তবু, এমন ব্যাটিং লড়াইও চেপে রাখতে পারেনি এক বড় প্রশ্ন—এই দল কি সত্যিই চ্যাম্পিয়ন হওয়ার ধাতুতে গড়া?