দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে (IPL 2025) নজর কাড়েন। সেই সুবাদে জাতীয় টেস্ট টিমে (Team India) জায়গা পান সাই সুদর্শন (Sai Sudarshan)। ইংল্যান্ড সফরে (England Series) আসেন। খেলেন প্রথম টেস্ট। কিন্তু লিডস ম্যাচে সুযোগের সুবিচারে ব্যর্থ হন। প্রথম ইনিংসে তো খাতা না খুলেই আউট হয়েছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান।