দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি আগে বাড়ির প্রতিটি কোণ ঝকঝক করবে, এটাই ভারতীয়দের রেওয়াজ, রীতি। তা নিয়ে প্রত্যেক বাড়িতে এক সাজো সাজো রব পড়ে যায়। দীপাবলির আগে ঘর পরিষ্কার না করায় মায়ের বকুনি খেয়ে রাগে মোবাইল টাওয়ারে উঠে বসল এক কিশোরী! সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
ঘটনাটি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার দিহ গ্রামে ঘটেছে। স্থানীয়রা হঠাৎ দেখতে পান এক কিশোরী মোবাইল টাওয়ারে উঠছে। বিষয়টি দেখে চমকে যান এবং সঙ্গে সঙ্গে খবর দেন পরিবারের সদস্যদের, ঘটনাস্থলে আসে পুলিশ।
গ্রামবাসীদের সঙ্গে মিলে পুলিশ তাকে অনেক বোঝানোর পর, রাগ ঝেড়ে ফেলে অবশেষে নিচে নেমে আসে ওই কিশোরী।