দ্য ওয়াল ব্যুরো: বিস্মৃত বাঙালি মিহির সেন। প্রথম ভারতীয় সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন, আদতে কিন্তু ছিলেন ব্যারিস্টার। সেই ব্যারিস্টার থেকে দূরপাল্লার সাঁতারু এমনকী সেখান থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম রেশম রফতানিকারী। সব কিছুতেই মিহির সেন ছিলেন শুধু বাঙালির নয় দেশের গৌরব। সেই মিহির সেনই পড়েছিলেন, পশ্চিমবঙ্গের প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী জ্যোতি ব