দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে দেশের ১০ শ্রমিক সংগঠনের ডাকা ভারত বনধের বিক্ষিপ্ত প্রভাব পড়েছে কয়েকটি রাজ্যে। প্রায় ৩০-৪০ কোটি শ্রমিক-কৃষক এই সাধারণ ধর্মঘটে শামিল হবেন বলে কেন্দ্রীয় শ্রমিক নেতারা দাবি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ১৭ দফা দাবিতে এই বনধ চলছে বুধবার সকাল থেকে।