দ্য ওয়াল ব্যুরো: রাজনীতি ও সমাজ জীবনে কিছু কিছু মানুষের উল্কার মতো উত্থান ঘটে। বহু ক্ষেত্রে দেখা যায় তার ধারাবাহিকতা থাকে না। কিছু দিন রম রম করে চলে। কাউকে বা অতিশয় আত্মবিশ্বাস গ্রাস করে ফেলে। খুব কতিপয় কয়েকজন কিম্বদন্তী হতে পারেন। প্রশান্ত কিশোর (Prashant Kishore) আকা পিকে যেন তেমনই এক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে। মঙ্গলবার বিহার ভোটের (Bihar Election 2025) দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। সন্ধেয় বেশ কিছু বুথ ফেরত সমীক্ষাও (Bihar Exit Poll) প্রকাশ হয়েছে। এবং তার পর থেকেই প্রশান্ত কিশোরের একটি কথা ভূতের মতো তাড়া করে ফিরছে তাঁকে।