দ্য ওয়াল ব্যুরো: মেয়েরা তার থেকে বেশি সুন্দর, এই ঈর্ষার বশে নিজের ছেলে সহ চারজনকে জলে চুবিয়ে খুন করল মধ্যবয়সি এক মহিলা। তার থেকে বেশি সুন্দর দেখতে হলেই এই মহিলার ঈর্ষা গিয়ে পড়ত তাদের উপর। তাই একের পর এক খুন করে স্বাভাবিক জীবনযাপন করতে থাকলেও শেষেরটির ক্ষেত্রে পুলিশ তাকে পাকড়াও করে ফেলে। পুলিশের কাছে সে এই চার খুনের কথা স্বীকারও করেছে।