দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড লায়ন্সের (England Lions) বিরুদ্ধে দুটো বেসরকারি টেস্ট শেষ। আজ ছিল অন্তঃদল প্রতিযোগিতা (Intra-Squad Match)। অর্থাৎ, মূল দলের খেলোয়াড়দের দু’ভাগে ভাগ করে ঝালিয়ে নেওয়া। অথচ রিপোর্ট কার্ড তৈরির আগেই দেশে ফিরতে হল কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। বিসিসিআইয়ের (BCCI) তরফে জানানো হয়েছে, পারিবারিক কারণে ইংল্যান্ড ছাড়ছেন গম্ভীর (Gautam Gambhir Returning India)। ফিরবেন আগামী কিছুদিনের মধ্যে।