দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সোনালি যুগের নায়িকা কামিনী কৌশল (Kamini Kaushal) আর নেই। শুক্রবার ৯৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই অভিনেত্রী (Kamini Kaushal death)। পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু সর্বভারতীয় সংবাদসংস্থার কাছে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পুরনো এক সাক্ষাৎকারে জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্ত - হঠাৎ বিয়ে, দিলীপ কুমারের সঙ্গে গভীর সম্পর্ক (Kamini Kaushal Dilip Kumar relationship), আর বিচ্ছেদের বেদনা (Kamini Kaushal Dilip Kumar break up) নিয়ে খোলাখুলি বলেছিলেন তিনি।