দ্য ওয়াল ব্যুরো: থ্রি ইডিয়টস (Three Idiots) ছবির সেই জনপ্রিয় সংলাপ, ‘আরে কেহনা ক্যা চাহতে হো’ (Are Kehna Kya Chahte Ho) বলা অভিনেতা অচ্যুত পোতদার প্রয়াত (Achyut Potdar Death)। সোমবার ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছু শারীরিক জটিলতার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল ঠাণের জুপিটার হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানানো হয়নি। মঙ্গলবার, আজ ঠাণেতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এক বেসরকারি চ্যানেলের তরফে ইনস্টাগ্রামে শ্রদ্ধাজ্ঞাপন পোস্টের মাধ্যমেই তাঁর মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে।