দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়া (Social Media) আর অনলাইন বিজ্ঞাপনের (Online Advertisement) যুগে ব্যক্তিত্বের অধিকার রক্ষা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারকাদের জন্য। আর সেই কারণেই নিজের ছবির অনধিকার ব্যবহার ও অপব্যবহারের বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra)। অনুমতি ছাড়া তাঁর ছবি, ভিডিও এবং মর্ফ করা কনটেন্ট প্রচারের অভিযোগে বম্বে হাইকোর্টে (Bombay High Court) মামলা দায়ের করেছেন তিনি।