দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাত থেকেই গুজবে উত্তাল মুম্বইয়ের চলচ্চিত্রমহল। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে অসংখ্য খবরে ভরে যায় সোশ্যাল মিডিয়া। মুহূর্তে ছড়িয়ে পড়ে শোকবার্তা, মিম। অথচ বাস্তব একেবারে উল্টো— ৮৯ বছর বয়সি এই কিংবদন্তি অভিনেতা জীবিত আছেন, চিকিৎসাধীন এবং চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আপাতত স্থিতিশীল।