দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় সিটকম ‘সারভাইভাই ভার্সেস সারভাইভাই’-এর অভিনেত্রী রত্না পাঠক শাহ সম্প্রতি প্রয়াত তাঁর সহ-অভিনেতা এবং বন্ধু সতীশ শাহকে নিয়ে এক আবেগঘন শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করেছেন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সতীশ শাহের প্রয়াণ ঘটে। রত্না পাঠক শাহ এক নিবন্ধে সতীশ শাহের সঙ্গে তাঁর শেষ কথোপকথনের কথা উল্লেখ করেছেন, যা এখন তাঁর কাছে প্রয়াত বন্ধুর শেষ রসিকতা বলে মনে হচ্ছে।