দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে দিল্লি (Delhi) থেকে গোয়ার (Goa) উদ্দেশে যাওয়ার পথে মাঝ আকাশেই বিভ্রাট হয় ইন্ডিগোর বিমানে (Indigo Flight)। পাইলট ককপিট থেকে ‘ফুল এমারজেন্সি’ ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামিয়ে আনা হয় বিমানটি। কিন্তু ঠিক কারণে এমন ঘটনা, পাইলট ঠিক কী ঘোষণা করেছিলেন, তা জানা গেছে।