দ্য ওয়াল ব্যুরো: চকচকে মার্সিডিজ (Mercedes)। বিদেশি ব্র্যান্ডের ঝকঝকে লোগো। রাস্তায় নামলেই চোখ ফেরানো দায়।
বহুদিনের স্বপ্ন ছিল, একদিন প্রিমিয়াম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখবেন! কিন্তু সাধ্য? সে আর হিসেব কষেনি সুরজ রজক। কারণ তার স্বপ্নের রাস্তাটা সোজা ছিল না, ছিল বিশ্বাস ভাঙার গলি।
এই কাহিনি কোনও অনলাইন স্ক্যাম নয়। কোনও অচেনা লিংক, ওটিপি বা ফেক অ্যাপের ফাঁদও নয়। এ কাহিনি সরলতার। একাকীত্বের। আর বিশ্বাসের ওপর নিখুঁত ছুরির আঘাতের।
#REL