দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: মঙ্গলবার সকালে শোরগোল পড়ে শিলিগুড়ির শিবমন্দির এলাকায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে এক বাড়ির বাথরুমে হঠাৎ দেখা মিলল চিতাবাঘের! ঘটনা জানাজানি হতেই এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বাড়ির বাথরুমে ঢুকতেই চিতাবাঘের মুখোমুখি হন অভিষেক প্রসাদ নামে বছর ২৮ এর এক যুবক। কোনও কিছু বুঝে ওঠার আগেই ঘাপটি মেরে থাকা চিতাবাঘটি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর মুখ, বুক ও হাতে গভীর ক্ষত হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
#REL