দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) চালুর পর থেকেই রাজ্যের বড় অংশের মানুষের মনে দানা বাঁধছে আশঙ্কা— এবার কি তবে জনসংখ্যা সুমারি ও এনআরসি-র পূর্বাভাস (NRC)? অসমের মতো পশ্চিমবঙ্গেও কি তৈরি হবে ডিটেনশন ক্যাম্প (Detention Camps in Benga)?
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এসআইআর (SIR) শুরু হওয়ার অনেক আগে থেকেই বিএলওদের (BLO) বরাভয় দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক একই ভাবে পয়লা ডিসেম্বর জেলা শাসক(DM), মহকুমা শাসক (SDO) ও বিডিওদেরও (BDO) আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর-এর জন্য তাদের উপর দিয়ে যে চাপ যাচ্ছে, তা তিনি বুঝতে পারছেন। দ্য ওয়ালে সেই খবর আগেই লেখা হয়েছিল।
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নবান্নে (Nabanna) বিগত সাড়ে ১৪ বছরে তাঁর সরকারের কাজের খতিয়ান (State's 14-year development record) তুলে ধরেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। তবে স্বাভাবিকভাবেই এই কাজের মধ্য দিয়েও তাঁর নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। তিনি কেমন রাজনীতি করেন আর কেন্দ্র ঠিক কীভাবে রাজনীতি করতে চাইছে, সেটাই ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপা
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম (Egg Prices increasing)। বিশেষ করে পোলট্রি মুরগির ডিম। মঙ্গলবার বাজারে ডিমের দর ৮ টাকা। ক্রেতারা দাম বৃদ্ধি নিয়ে বলতে গেলে বিক্রেতারা বলছেন, সামনে ক্রিসমাস। জোগান এবং চাহিদা সংক্রান্ত সামঞ্জস্যের ঘাটতিতে ডিমের দাম আরও বাড়তে পারে।
মঙ্গলবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে ডিমের দাম বৃদ্ধির প্রসঙ্গটি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর কথায়, "ডিমের দাম কেন বাড়ছে, তা নিয়ে বাংলার প্রতি অপপ্রচার করা হচ্ছে।"
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬-এর বিধানসভা নির্বাচন (Assembly Election) আর খুব বেশি দূরে নয়। হাতে মাত্র মাস তিনেক সময়। তার আগে মঙ্গলবার নিজের সরকারের সব দফতরের কাজের খতিয়ান খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সভাঘরের এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব-সহ প্রতিটি দফতরের মন্ত্রী, সচিব, আমলা, প্রতিটা জেলার জেলাশাসক, পুলিশ সুপার (Unnoyoner Panchali)।
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এসআইআর (SIR) শুরু হওয়ার অনেক আগে বিএলওদের (BLO) উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট করেই বলেছিলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। তিনি রয়েছেন। দ্য ওয়ালে সে খবর সবার আগে লেখা হয়েছিল। পরে প্রশাসনিক সভা থেকেও সে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী।