দ্য ওয়াল ব্যুরো: জলদাপাড়া (Jalda Para) জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বনবাংলো (holong forest bungalow) ফের পুরনো রূপে ফিরতে চলেছে। ২০২৪ সালের ১৮ জুন রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সেই হেরিটেজ বাংলো পুনর্নির্মাণে রাজ্য সরকারের (West Bengal) তরফে মিলল সবুজ সঙ্কেত। এর জন্য বরাদ্দ ৩ কোটি ৮০ লক্ষ টাকা।
তবে নতুন বাংলো আর আগের মতো সম্পূর্ণ কাঠের হবে না। অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কাঠ ও কংক্রিটের মিশেলে তৈরি হবে অবিকল আগের চেহারার মতোই স্থাপত্য। থাকবে আগের মতো ৮টি ঘর, ছাউনি থাকবে টিনের পুরোনো ঢঙে, সিঁড়ির নকশাতেও রাখা হবে একই ঐতিহ্য।