দ্য ওয়াল ব্যুরো: গল্ফগ্রিনের বাড়িতে উদ্ধার বৃদ্ধের দেহ। নিজের বাড়ির সিঁড়ির কাছেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন তিনি। শনিবার সকালে তাঁর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তাঁরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান।
ওই বাড়িতেই গুরুতর অবস্থায় একটি ঘরে শয্যাশায়ী ছিলেন ওই বৃদ্ধ অর্থাৎ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর স্ত্রী।
#REL
বৃদ্ধকে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। অভিযোগের তির জামাইয়ের দিকে। যদিও জামাই ও ছেলে দু'জনকেই আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।