দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে, জুবিন গর্গ মৃত্যু রহস্য ততই জটিল হচ্ছে। কীভাবে মৃত্যু হল অসমের বিখ্যাত গায়কের, তা খুঁজে বের করতে গঠিত হয়েছে সিট। আপ্ত সহায়ক ও ফেস্টিভ্যাল ম্যানেজারের পর তদন্তকারীরা বৃহস্পতিবার গ্রেফতার করল তাঁর ব্যান্ডের সঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে। এর ফলে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা এপর্যন্ত দাঁড়াল চারে।