দ্য ওয়াল ব্যুরো: বলিউডের কালজয়ী জুটি ছিল অমিতাভ-রেখা। তবে অমিতাভ-রেখা এবং জয়ার ত্রিকোণ প্রেম ঘিরে একসময় তৈরি হয়েছিল অগণিত গুঞ্জন-কৌতূহল। যদিও তিনজনের কেউই কখনও প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু অমিতাভ-রেখার অনস্ক্রিন রসায়ণ আর বাস্তব জীবনের সম্পর্কের গুজব বারবার শিরোনাম হয়ে উঠেছে। আর সেই সঙ্গেই অমিতাভের সিদ্ধান্ত—রেখার সঙ্গে আর কাজ না করার—সবাইকে ভাবিয়ে তুলেছিল। কয়েক দশক পরে জয়া বচ্চনের একটি সাক্ষাৎকারে সেই ঘটনার আসল কারণ প্রকাশ পায়, যা অবাক করে দেয় বলিউডপ্রেমীদের।
#REL
‘এটা শুধু ‘সেন্সেশন’ তৈরি করবে, কাজ নয়’— জয়া