দ্য ওয়াল ব্যুরো: একটি মাত্র ইঞ্জেকশনেই আজীবনের জন্য খারাপ কোলেস্টেরল কমে যেতে পারে—এমনই চমকপ্রদ দাবি করলেন মার্কিন গবেষকরা। এই ওষুধ হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমাতে পারে বলেও জানানো হয়েছে। আমেরিকার বায়োটেক সংস্থা 'Verve Therapeutics' এই নতুন ওষুধ তৈরি করেছে। এখন প্রশ্ন হল এই ওষুধের কাজ কী?