দ্য ওয়াল ব্যুরো: নীরজ ঘায়ওয়ানের দ্বিতীয় ছবি ‘হোমবাউন্ড’। বিশ্ব চলচ্চিত্র মানচিত্রে যার শুরুটা হয়েছিল ২০২৫ সালের ২১ মে, ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। সে দিনই Uncertain Regard বিভাগে ছবিটির বিশ্বপ্রিমিয়ার। এরপর পথ চলা টরন্টো—৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (TIFF) দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছিল ছবি। এবার মুক্তির পালা নিজের মাটিতে।
আগামী ২৬ সেপ্টেম্বর, দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘হোমবাউন্ড’। এরই মধ্যে সুখবর। এ দিনই জানা গেল, ২৪টা ছবিকে পিছনে ফেলে ভারত থেকে অস্কারের জন্য নির্বাচিত হয়েছে 'হোমবাউন্ড' ছবিটি।
#REL