দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: জঙ্গলমহলে SIR জট যেন কিছুতেই কাটছে না। বরং SIR এর সময়সীমা যত শেষ হয়ে আসছে ততই ঘোরালো হচ্ছে পরিস্থিতি। হাতে মাত্র আর দু'দিন। কিন্তু অন্ত:রাষ্ট্রীয় সমাজবাদ মাঝি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে SIR ফর্ম পূরণ না করার সিদ্ধান্তে এখনও অনড় বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের একাধিক গ্রামে বসবাসকারী জনজাতির মানুষজনের একাংশ।