দ্য ওয়াল ব্যুরো: আলো আর আনন্দের উৎসব দীপাবলি এবার এক অন্য মাত্রা পেল। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এ বছর ‘শুভ দীপাবলি’ উদযাপন করল এক বিশেষ উদ্দেশে। উৎসবের ঝলকের আড়ালে থাকা সেই মানুষদের আলোকিত করতে, যাঁদের হাতেই তৈরি হয় দীপাবলির আসল আলো, মাটির প্রদীপ।