দ্য ওয়াল ব্যুরো: আনন্দপুর থানা (Anandapur PS) এলাকার একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার বার ডান্সার (Bar Dancer Death)। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত (Bar Dancer Death) বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশের (Kolkata Police) প্রাথমিক অনুমান অতিরিক্ত মাদকসেবনের (Overdose of Drugs ) কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে।
অন্যদিকে, বাইপাসের কাছে গাছে উদ্ধার হয়েছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ। প্রায় ৩০ ফুট উচ্চতায় মেলে বছর পঞ্চাশের ব্যক্তির দেহ। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। নোনাডাঙায় বাড়ি থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ। আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান পুলিশের।