দ্য ওয়াল ব্যুরো: আগরপাড়ায় ( Agarpara) বছর সাতান্নর প্রৌঢ় প্রদীপ করের (Pradip Kar) ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। দেহের পাশ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা— “আমার মৃত্যুর জন্য NRC দায়ী।” এই একটি লাইনেই যেন তোলপাড় রাজ্য। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি কেন্দ্র ও নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, অন্যদিকে বিজেপি (BJP) দাবি তুলেছে— আত্মহত্যার পেছনে NRC নয়, ব্যক্তিগত মানসিক অবসাদই আসল কারণ।