শুভদীপ বন্দ্যোপাধ্যায়
রাজা সাজার ভিড় টলিপাড়ায় বরাবরই ছিল। এখনও আছে। কিন্তু উত্তমকুমারের মতো রাজা আজও কেউ এল না রুপোলি জগতে। আজ ৩ সেপ্টেম্বর শততম জন্মবার্ষিকীতে পা রাখলেন উত্তমকুমার। ১০০ বছরেও তাঁকে নিয়ে উন্মাদনা এতটুকু ফিকে হয়নি। আজ ম্যাটিনী আইডলের জন্মদিনে দ্য ওয়ালে তাঁর গল্প বললেন মরুতীর্থ হিংলাজের কুন্তী কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।