শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সাত আটের দশক জুড়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে (Bengali Film Industry) নিটোল পারিবারিক গল্প আর দরদী গানে ভরিয়ে তুলেছিল দুই ভাইয়ের জুটি। তাঁরা হলেন সুখেন দাস (Sukhen Das) আর অজয় দাস (Ajay Das)। সুখেনের মেলোড্রামাটিক সংলাপ আর সেইসব ছবিতে অজয়ের মেলোডি বেসড গান, বাংলা ছবির মরা গাঙে বক্সঅফিস হিট ছবির বান ডেকেছিল। আজ সুখেন দাসের জন্মদিনে ফিরে দেখা বাংলা ছবির দুই অমর জুটির সফর। পরিচালক আর সংগীত পরিচালক জুটি এরআগে শুরু হয় তরুণ মজুমদার ও হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে। তবে তাঁরা দুই ভাই ছিলেন না।