দ্য ওয়াল ব্যুরো: ঝরালেন ১৭ কেজি। তাও স্রেফ দু’মাসে।
খবরটা সামনে এসেছিল কাল। এনেছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার সরফরাজ খান (Sarfaraz Khan) নিজে। গোলগাল চেহারা উবে গিয়ে এখন তিনি নিপাট, নির্মেদ, ঝরঝরে (Sarfaraz Khan Transformation)। দলে জায়গা পাননি ঠিকই। কিন্তু তাই বলে থমকে থাকার পাত্র নন। তাই টিম ইন্ডিয়া যখন ইংল্যান্ডে চতুর্থ টেস্টে নামার প্রস্তুতি নিচ্ছে (Eng vs Ind), তখন দলের এই ব্রাত্য সৈনিক গভীর অনুধ্যানে মজে রয়েছেন কঠোর জিম সেশন আর কড়া ট্রেনিংয়ে।