দ্য ওয়াল ব্যুরো: আজ ১০ অক্টোবর। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিন। আর এমন দিনে ফের আলোচনার কেন্দ্রে দীপিকা পাড়ুকোন। না, কোনও ছবির প্রচার নয়, বরং তাঁর মনের খুব কাছের এক উদ্যোগের দশ বছর পূর্তি। মধ্যপ্রদেশে পৌঁছে নিজের ফাউন্ডেশন Live Love Laugh-এর এক দশক পূর্তির মুহূর্তে অভিনেত্রী যেন আরও একবার মনে করিয়ে দিলেন— নীরবতার মধ্যেও লুকিয়ে থাকে যে বিপুল শক্তি।